'হাতখরচ ৪'
জমানো টাকায় হাত দিতে
নেই
আমি তুলে রাখি মরচে ধরা
প্রেম
নীল খাম সাদা চিঠি কালো
অক্ষর
লিটল ম্যাগ মেলায়
আমাদের
শুভদৃষ্টির স্বপ্ন তুলে
রাখি
কাগজ বেচে ঝালমুড়ির
ঠোঙা কেনার সাধ
সমস্ত লাইফবোট ও
মানিব্যাগে রেখে দেওয়া
পুরোনো পঞ্চাশের নোট
হঠাৎ চকিতে দেখা গজদাঁত
এরকম প্রচ্ছদ হবে
বই হবে ছিপছিপে
রথের মেলায় কেনা ভাড়
ভেঙে
দুল কিনি
দুটো কবিতা লিখে নিয়ে
যাই
পঞ্চাশের নোটে
জমানো টাকায় হাত...
No comments:
Post a Comment