ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


সহবাস 

দু পাশে বসিয়ে রেখেছি দেয়াল , সামনে ও ....
বকবক করে চলেছি ..
কেউ শুনছে অথবা শুনছেনা ...
নিরন্তর প্রতিধ্বনি আছড়ে পড়ছে বারান্দায় !
কথাগুলো হাঁফিয়ে বসে পড়ে সেখানে ...
তাদের বুকে বয়ে নিয়ে চলতে হয় !
আলতো হাতে তুলেও দিতে হয় ........... 

দেয়ালেরা ভালোবাসতে জানলে জানিনা বেরিয়ে আসবে কিভাবে অনুভূতিরা ? 
হয়তো দু একটা ইট খসে পড়বে...
চির ধরে যাবে ভূমিকম্প ছাড়াই !
বসে থাকতে থাকতে মনে হয় খুলে দি কংক্রিট বাঁধন ....
তখন কেউ নাই বা শুনলো !
তাও একটা আবডালের ভূমিকা থাকেই , 
বসেই থাকি দেয়াল নিয়ে ওভাবেই বাঁচি ....একটু কম  নিঃশ্বাস নিয়ে

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098