উপত্যকা
বন্দুক টা নাইন এম এম
বা হ্যান্ডগান।
প্রতিদিন পয়েন্ট
ব্ল্যাক রেঞ্জে গুলি চলে মানবতার ওপরে।
শান্তি স্তব্ধ, গর্জে
উঠে আলোর ফ্ল্যাশ।
মুখোশ পড়ে লড়াই চলে।
লাশ পড়ে লোকালয়ে,
ধর্ষন হয় রাস্তার পাশে।
কে, কারা কেউ জানে না?
তাই প্রত্যেক মূহুর্তে
আরেকটা যুদ্ধ চলে,
বেঁচে থাকার যুদ্ধ।
অস্ত্র বলতে মৃত্যুভয় অথবা
বেঁচে থাকার তাগিদ।
১১ বছরের শিশু ভাতের
থালা দেখেনি সবদিন,
কিন্তু বাবার রক্ত
দেখেছিল একদিন বাজারের মাঝে।
ভয়ে দু পা পিছিয়ে
এসেছিল শিক্ষক বাবার 'শিক্ষিত' সন্তান হবার স্বপ্ন।
যেখানে বন্দুক চলে
অশিক্ষিতর মত
সেখানে শিক্ষা এভাবেই
হারিয়ে যায়,
অন্ধকারে চিঁরে শুধু
আলোই ফোটে,
ভোর হয়না উপত্যকায়।
No comments:
Post a Comment