দামী কাজলে বুর্জোয়া চাউনি
স্থির হয়ে তোর চোখে ,
হয়তো মার্ক্স-হেগেল বোঝার তাগিদে
কিংবা Descartes-এর কোটেশন্।
সিগন্যাল
জেব্রা-ক্রসিং
ফুটপাত
সব ভুলে- তোর পাঁচ-আঙুল,
কমিউনিজম বোঝায়...
বছর-শতাব্দী-শতক পিছোতে থাকি আমি।
কখনও থিওরি ভেজে,চায়ের বাষ্পে...
কখনও বা উবে যায়।
আর ঠিক তখনই ফোনের রিংটোন
সন্ধিবিচ্ছেদ ঘটায়।
কিন্তু বুর্জোয়া চাউনিতে তখন--
ক্লাস-স্ট্রাগেল......।
No comments:
Post a Comment