- সৌভিক
হঠাৎ তোমার জন্য,
ভাবি তারপর হয়ত সেই দিন আসবে,
তুমি যা চাও ,
যেভাবে চাও
সেইভাবে বাস্তব টা রঙীন হবে।
ভাবি তারপর হয়ত আসবে সেই দিন;
যেদিন তোমার উদ্বিগ্নতার পারদ আমি
সরিয়ে দেব এক লহমায় আমার কঠিন
বাস্তবের শীতলতা দিয়ে।
ভাবি সেই দিনটার কথা যেদিন শুধু
তুমি আর আমি,
ওই দক্ষিণের বারান্দার চেয়ারে,
তোমার দেওয়া গাছটাও থাকবে নীরবতা আর আজকের উৎকণ্ঠার সাক্ষী হয়ে।
ভাবি এমন একটা দিন যেখানে সকাল হবে
তোমার চুলের গন্ধে আর নুপুরের ছন্দে,
অবাক দৃষ্টি নিয়ে সেই তোমার দেওয়া হাত ঘড়িটাও মুখ লুকোবে,আরো সময় দেবার নেশায়।
ভাবি কবে?
কোনদিন তুমি আমার এই অগোছালো বিছানা টা, বইয়ের
তাক টা সাজিয়ে বলবে, এভাবেও ভালো থাকা যায়।
ভাবি কবে আমার একটা তুমি হবে?
যাকে মায়ের মত করে সব বলতে পারব, বন্ধু হয়ে যে আমার এই বন্ধুহীন জীবন কে
পূর্ণতা দেবে।
ভাবি কবে আমি তোমায় বলব, যাও তুমি বাঁচো নিজের মতো, যাও না
পাওয়ার যন্ত্রণা, নিষেধের নাগপাশ কাটার মন্ত্র দিলাম তোমায়।
বাঁচো তোমার আকাশে, শুধু মাঝে মাঝে আমার আকাশে এসো কোনো এক
পরিযায়ীর মত , উষ্ণতার লোভে, বা আমার
পৃথিবী টা কে রাঙিয়ে দিতে।
ইতি - তোমার কেউ একটা
No comments:
Post a Comment