মুক্তি
তোমার কাছে আজ আমি পরাজিত,
রক্তাক্ত, ক্ষত বিক্ষত -
একটা লড়াই হলো, তোমার
মন
আমার হৃদয়ের
তোমার মনে দ্বন্দ্ব
আমার চিলেকোঠায়
বৃষ্টিপাত,
লড়াই যখন থামল
তখন দূরত্ব অনেক
আলোকবর্ষ
মন হারালো হৃদয়কে
দ্বন্দ্ব জয়ী হল -
তুমি হলে মুক্ত।
এক আকাশ মুক্তি, আহাঃ
যদি একটু আকাশ পেতাম!
No comments:
Post a Comment