- সুরজ রায়
বাবা ভ্যান চালক , মা
চা বাগানের শ্রমিক , মেয়ে এশিয়ান গেমস ২০১৮ তে সোনা জয়ী ! শুনতে কেমন অবাক লাগছে
না? তবে এটাই সত্যি। ২০১৮ এশিয়ান গেমসে heptathelon বিভাগে সোনা জিতেছেন
জলপাইগুড়ির স্বপ্না বর্মন । তার মনের জোর , তার দৃঢ়প্রত্যয় হার মানিয়েছে তার সামনে
থাকা সমস্ত প্রতিকূলতাকে ।
"When you live
for a strong purpose , hard work isn't an option. It's Necessity"
২৯শে অক্টোবর , ১৯৯৬
বাসনা এবং পঞ্চানন বর্মনের ঘরে জন্ম হয় স্বপ্নার। জন্মেছিলেন দু-পায়ে ৬টা করে
আঙ্গুল নিয়ে । অসম্ভব দারিদ্রের মধ্যে বড় হওয়ার কারণে স্বপ্না ঠিক করে নিয়েছিল এমন
কিছু করবে যা তার পরিবারকে একটা সাধারণ জীবন যাপনে সাহায্য করবে । ছোটবেলা থেকেই খেলা
ধুলোয় আকর্ষণ ছিল তার । কিন্তু তার অস্বাভাবিক পায়ের গড়ন বাঁধা হয়ে দাঁড়ায় তার
দৌড়ের পথে। কিন্তু তাকে থামানো যায়নি । স্বপ্ন হয়ে ওঠেন একজন Heptathelon
প্রতিযোগী। Heptathelon হলো অনেকগুলো খেলার সমন্বয় যেখানের রয়েছে ১০০ মিটার
hurdels , লং জাম্প , হাই জাম্প , জ্যাভলিন থ্রো , শর্ট পুট , ২০০ মিটার ড্যাস আর
৮০০ মিটার দৌড় ।
স্বপ্নার আন্তর্জাতিক
আত্মপ্রকাশ ঘটে ২০১৭ এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ-এ । ৮০০ মিটারে চতুর্থ হওয়া
সত্বেও আগের ৬ টি বিভাগে এত পয়েন্ট সংগ্রহ করা ছিল যা তাকে সোনা জয়ে সাহায্য করে।
তার পর ২০১৮ এর ২৯শে আগস্ট , এশিয়ান গেমসে সোনা জয় । তৈরি হলো এক নতুন ইতিহাস।
No comments:
Post a Comment