- সঙ্কর্ষণ
যেই দেশেতে দুঃসময়ে
আঁধার মেখে নামছে গো
রাত,
সেই দেশেতে পুনর্জন্ম
নেবেন কেন রবীন্দ্রনাথ?
যেই দেশেতে লক্ষ শিশু
খিদের ভারে ককিয়ে মরে,
কেমন করে নতুন রবি
উঠবে তেমন গগন পারে?
যেই দেশেতে আর পাহাড়ে
বনের ভিতর বয়না নদী,
কবির ফেরার নিশ্চয়তায়
সঙ্গী হাজার 'কিন্তু',
'যদি'।
যেই দেশেতে চার দেয়ালে
বিদ্যে অচল ইস্কুলেতে,
চাইবে কী আর নতুন
কুঁড়ি
এমন ধরায় জন্ম নিতে?
যেই দেশেতে সায়েন্স
শিখে
নাক ঝাড়ে সব
সাহিত্যতে,
চাইবে কী আর নতুন রবি
ভাসতে উজান পাল্টা
স্রোতে?
থাকনা এসব ফালতু কথা
আসবেনা আর নতুন কবি,
আম বাঙালির টাটকা বাতাস
সেই পুরাতন একলা রবি।
তবুও আশায় মরছি চাষা
কেউ তো জ্বলে উঠবে
আবার,
নিত্য পালন, বাইশে
শ্রাবণ
তোমার, আমার, তাহার
সবার।
No comments:
Post a Comment