ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

- সঙ্কর্ষণ

 বিদায়ী বাইশ

যেই দেশেতে দুঃসময়ে
আঁধার মেখে নামছে গো রাত, 
সেই দেশেতে পুনর্জন্ম
নেবেন কেন রবীন্দ্রনাথ? 

যেই দেশেতে লক্ষ শিশু
খিদের ভারে ককিয়ে মরে, 
কেমন করে নতুন রবি
উঠবে তেমন গগন পারে? 

যেই দেশেতে আর পাহাড়ে
বনের ভিতর বয়না নদী, 
কবির ফেরার নিশ্চয়তায়
সঙ্গী হাজার 'কিন্তু', 'যদি'।

যেই দেশেতে চার দেয়ালে
বিদ্যে অচল ইস্কুলেতে, 
চাইবে কী আর নতুন কুঁড়ি
এমন ধরায় জন্ম নিতে? 

যেই দেশেতে সায়েন্স শিখে
নাক ঝাড়ে সব সাহিত্যতে, 
চাইবে কী আর নতুন রবি
ভাসতে উজান পাল্টা স্রোতে? 

থাকনা এসব ফালতু কথা
আসবেনা আর নতুন কবি, 
আম বাঙালির টাটকা বাতাস
সেই পুরাতন একলা রবি।

তবুও আশায় মরছি চাষা
কেউ তো জ্বলে উঠবে আবার, 
নিত্য পালন, বাইশে শ্রাবণ
তোমার, আমার, তাহার সবার।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098