ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098
- তুষারর্তীর্থ নাথ

জাকুজির জলে সূর্যোদয় দেখেছি আমি 

  আমি দেখেছি হলুদ ঘাসের রঙের মতো 
  পাংশু গর্ভবতী মাঠ 
  সেখানে মোহ হাত বাড়িয়ে আমার 
  পুঁজরক্তভরা শরীর ছোঁয় 
  ফসলভরা শরীর এই শাশ্বত সময় 
  নাশবীজ ছড়ায় মৃত‍্যুময় উপত্যকার স্বার্থে 
  জহুরী চোখ জন্মাবে ওখানে 
  নীলআঁশ উড়বে বাতাসে বাতাসে 
  তোমার রন্ধ্রের রন্ধ্রের গতিবিধি বুঝে নেবে 
  সময়ের ব্যবধানে রৌদ্রের চেহারা দেখবে 
  একগলা অন্ধকারে ডুবে 
  আমার জীবাশ্ম ঝলসে যাচ্ছে প্রাগৈতিহাসিক আলোয় 
  তুমি বুকে আলো জড়িয়ে উঠে আসো জাকুজি থেকে

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098