ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


আভা

অসময়ে মন খারাপ। মুহূর্তের মধ্যে সবকিছু থমকে গেল, 
জমে উঠছে শিশি-বোতল আর কফ সিরাপ।
ইচ্ছে করছে এই পাথুরে সময়ে সমস্ত ঋতুর আভা লাগিয়ে দি।

আজ খুব শীত করুক, হন হন করে ঘরে ঢুকুক বাতাস...
আমার আদর আর চাদর দিক আমাদের আভাস।

নিদারুণ গ্রীষ্মের একটা কাল-বৈশাখী আমাদের হোক, হবেই 
মুকুল গন্ধ ছাড়ুক ..  এলোমেলো শহর দেখবো তবেই।

বসন্তের কোকিল আর আমার আধ জানালা, বিদ্রোহের তীরের মত ছুঁয়ে যাক তোর অলিগলি
অত:পর তোর বাউন্ডুলের হাসি আর সিম্ফনিক্যালি।

তেমনি শরৎ- হেমন্তও একে একে রামধনুর মত লেগে থাকুক কিছুক্ষন,
আঙুল ফাঁকে অদ্ভুত শূন্যতা আর পূর্ণতার মধ্যেও শীতের শান্তিনিকেতন।

সবশেষে তোর জন্য বর্ষা আনবো, তুই হলদে শাড়ি টা পরবি।
আমি প্রাণপণে চেয়ে ভেজা চুল দেখবো।
আফ্রিকান স্লো-টেম্পো মনে হবে ঝিঁঝিঁ পোকার ডাক।
এসবই অব্যাহত ধারাবাহিকতার বিচ্ছেদ মেটাতে
তাই কাশ্মীরি পাহাড়ের সুখ লেগে থাক এটাতে। এটাতেই।।।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098