- সারিয়ার্ন আচার্য
শিক্ষক যথা পথ প্রদর্শক
প্রথম যখন স্কুলে যেতাম,
ভয় হয়ত পেতাম বেত্রাঘাতের ।
কি অদ্ভুত সেই আজব কায়দা !
শিক্ষার মধ্যে ভালোবাসার ।
শাসন সেখানে বহির্ভূত
শুধুই মনের উদারতা ।
জ্ঞানের ভাষণ,
স্নেহের শাসন আর কষ্টের পরিশ্রমে
নতুন শিক্ষায় উপনিত হয়েছি ও হচ্ছে ছাত্রজীবন ।
যে শিক্ষা শুধু পাঠ্য বইতে আবদ্ধ নয়
সে শিক্ষায় প্রতিটি মুহূর্তে -
নতুন কিছুর বিজয় ঘন্টা বাজে সর্বোত্তম ।
তাই "শিক্ষক যথা পথ
প্রদর্শক"
তোমারে করি শ্রদ্ধা ও প্রনাম ।।
No comments:
Post a Comment