- সৌভিক
যতবার ভাবি এবার আমাদের
সব শেষ, ততবার, ঠিক ততবার নবরূপে , নব কলেবরে, আর নব আঙ্গিকে ফিরে আসে আমার দেশ।
বেশ খানিক টা বড় হয়ে গেলাম আমরা, খানিক গর্ব হচ্ছে আজ। সে আপনি আঁতেল ভাবুন আর
সর্ষের তেল'ই ভাবুন কিস্যু যায় আসে না। ৩৭৭ এর বলিদান উৎসর্গ এই পিতৃভূমি কে। আসলে
লড়াই টা শুরু হয়েছিল অনেক আগেই, আজ পূর্ণতা পেল। একদল ঠিক করছে এ দেশে কে কি খাবে,
কে কি পরবে। আর একদল কি করে শোষণ করা যায় সেই চিন্তা করছে। এই ধূলো দেওয়া রাজনীতির
আড়ালে খানিকটা যশোদা নন্দনের মত বাড়ছিল চাহিদা গুলো।
ঠিকই তো যে দেশের বেশীর
ভাগ লোকের দিন শুরু হয় কাঠি করে, মানে ধুপ জ্বালিয়ে, সেই দেশে এত বড় ধৃষ্টতা? একটা
ছেলে কিনা আর একটা ছেলের সাথে শোবে?কিংবা একটা মেয়ে আর একটা মেয়ে কে চুমু খাবে??
নানা এসব চলবে না। তাই ১০ বছর জেল, বা আজীবন কারাদন্ড। এদেশে রাস্তায় সারমেয় হয়ে
মোতা যাবে, এ দেশে অন্ধকারে মেয়েদের বুকে হাত মারা যাবে, এ দেশে সাত মাসের যোনি তে
সাত হাত গর্ত করা যাবে । কিন্তু প্রেমের আলিঙ্গন ? না। পার্কে প্রেম ? না। গোপন
অভিসার? না বাবু, ওটা শ্রী কৃষ্ণকেই মানায়।। পরস্ত্রীর প্রতিটি প্রেম?ছ্যা ছ্যা
ছ্যা, ওসব হলো নরকের কীটের কাজ,হ্যাঁ তবে প্রভুর লীলা চলতেই পারে, সেটা আমরা শুনতেও পারি, গাইতেও পারি।
আসলে প্রেম ব্যাপার টা
আমাদের সংস্কৃতিতে শরীরেই সীমাবদ্ধ। ওর বাইরে ভাবতে গেলেই সিংহদুয়ার পেরোতে হবে
কিন্তু আমরা বাবু "খিড়কি থেকে সিংহদুয়ার!" বলি দাদা লোকে মঙ্গলে জায়গা
কিনে নিলো আর আপনি বারিন বাবুর মেয়ে কার সাথে ডেট করছে সেটা খুঁজে মরছেন। তা মরুন,
আপনারা অবশ্য এভাবেই মরেন।
বলছি কি চলবে না, কি
চলবে আপনি নিদান দেবার কে হে? ব্রিটিশরা গ্যাছে বটে কিন্তু ওই পরাধীন হয়ে থাকার
পচা স্পার্ম টা আপনার আমার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে।
কিছু লোকের মুখে সপাটে থাপ্পড় দিল আজ মহামান্য সুপ্রিম কোর্ট । মেট্রোর দাদুদের
সাপোর্টার যারা ছিলেন, তারা মনে হয় আজ ফেটে মারা যাবেন?
ইস রসাতলে গেল দেশ টা।
হুম গেল তবু তো রস টা
পাবে।
তা নাহলে কি কাস্টমস ,
ট্র্যাডিশন এর তলায় চাপা পড়ে কাঁদবে? সেই হরপ্পা সভ্যতায় এগিয়েছিলাম। তারপর থেকে
পিছিয়েই চলছি, নানা AK 47, MIG 21 এসবে পিছই নি, পিছিয়েছি মননে। যাক আজ একটু
এগোলাম। ভালো থেকো ৩৭৭ এর সংগ্রামে জয়ী মানুষ রা। আমরা বাকিরা সব পুরুষ নারী হয়েই
থাকি। তোমরা মানুষ হলে। বোঝালে যে শরীরের বাইরেও একটা ভালোবাসা থাকে।
তোমার আমার পালা শেষ
এবার পালা তাঁর। দেখি তারা কবে পায় স্থান।
স্বার্থক জনম আমার
ভারতে।
শেষে আবার বলতে ইচ্ছে
করছে আমার সেই দুলাইন:
যতবার ভাবি আমার দ্বেষ
তুমি
ততবার বোঝাও আমার দেশ
তুমি।
No comments:
Post a Comment