একদিন যারা মানুষ ছিল
ব্যস্ততা এসে চুমো খেয়ে
যায় রোজ দুগালে
চিবুক উপচে নামে নোনা
নদী স্রোত,
শ্যাওলা পড়া কপালে জমে
আরো কয়েকটা ভাঁজ
ফিনকি দিয়ে পড়ে বেশ
খানিকটা কালো রক্ত!
বাঁদিকের দগদগে ঘা তে
মাছির ওড়াউড়ি
সামনে রয়েছে পড়ে শাঁখের
করাত,
ভীড় করে আসে
আস্তাকুঁড়ের ঘুঁটি পোকা
মাংসের লোভে প্রত্যহ
চলে শিশুর যোনী লেহন!
জ্বলন্ত চিতার ছাই এ
শরীর ডুবিয়ে
উদোম উল্লাস চলে
রাতভোর,
রুগ্ন পা গোনে শুধু
শিকলের দাগ
ভীষণ জ্বরেও পারদ এখানে
নিম্নমুখী!
নিকোটিন ও এলকোহল এর
নিষিদ্ধ হাতছানি
আর মধ্যরাত্রিতে
প্রেমিকের আচমকা মিলন,
পরদিন ছবি ছাপে দৈনিক
সংবাদপত্র
শিরোনামে থাকে 'একদিন
যারা মানুষ ছিল'!
No comments:
Post a Comment