ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


তথাকথিত ধর্ম ও ধর্মান্ধ এবং তাদের আনুসাঙ্গিক রীতি রেওয়াজ নিয়ে আদুরে আদিখ্যেতা বা আতিশয্যতা আমার কোন কালেই ছিল না। তাই আমি "গীতা পাঠ থেকে ফুটবল খেলায়" বেশি আগ্রহ বোধ করতাম কিংবা করি। সেইহেতু আর পাঁচটা বাঙালীর থেকে পুজো পার্বণ নিয়ে আমার মতামত বা ধ্যান ধারনা একটু হলেও অন্য ধাচের। তাই ছোট্টবেলায় দুগ্গা পুজোয় আমার অষ্টমীর অঞ্জলীর চেয়ে ক্যাপের বুন্দুকে বেশি আকর্ষন ছিল। যাইহোক শৈশবের নসট্যালজিয়া, গ্রামের মেঠো পথ থেকে বেড়িয়ে কোলকাতা এসে দুর্গা পুজো আমার কাছে ত্রিমাত্রায় ধরা দেয়। অর্থাৎ 3D-Art, Myth & Business.  

আবেগের ঐতিহ্যের পাশাপাশি দুর্গা পুজো আমার কাছে খোলা আকাশের নিচে শহরজুড়ে বৃহৎ এক শিল্প প্রদর্শনী ক্ষেত্র বলেই মনে হয়। An enormous open air art exhibition। তার সঙ্গে জুড়ে আছে বহু মানুষের রুটি-রুজি তথা ব্যবসায়িক দিক। অর্থাৎ কোলকাতার দুর্গা পুজো একই সঙ্গে Artistic ও Commercial এবং বৃহৎ অর্থে আপামর বাঙালীর Identity.
       
আসলে আমার মনে হয়, দুর্গা পুজো ধর্মীয় বিশ্বাস ও মিথের আড়ালে মনুষ্যত্ববোধ জাগরণের জিয়নকাঠি এবং মৃৎশিল্পী ও আধুনিক থিম শিল্পীদের এক বৃহৎ শৈল্পিক ক্যানভাস। 
        
আমার সম্পূর্ণ সাংবাদিক না হওয়ার ব্যর্থতায় কিছুটা হলেও সফলতার স্বাদ দেয় দুর্গা পুজো। বিগত পাঁচ বছর ধরে আমি Telegraph-এর হয়ে দুর্গা পুজো কভার করছি Freelance Photographer হিসেবে। গত বছর এর সঙ্গে জুড়েছিল "কলকাতাশ্রী"-র সেরা পুজো কভার। সেই সব পুজো পরিক্রমার কিছু ছবি নিয়েই

 "ফিরে দেখা"....

বেহালা নুতন দল
থিম - অন্দর মহল
শিল্পী - যোগেন চৌধুরী ও পিন্টু শিকদার

চেতলা অগ্রণী
থিম - অন্তহীন
শিল্পী - ভবতোষ সুতার

নাকতলা উদয়ন সংঘ
থিম - Life and Death
শিল্পী - সুশান্ত পাল 
জন্ম থেকে মৃত্যুর এক ত্রিমাত্রিক উপস্থাপনা




বেহালা ফ্রেন্ডস
থিম - খিড়কী থেকে সিংহ দুয়ার
শিল্পী - রূপ চাঁদ কুন্ডু
 
কাশী বোস লেন
থিম - মিউজিক্যাল কনসার্ট
শিল্পী - প্রদীপ দাস ও পিন্টু শিকদার


জগৎ মুখার্জী লেন 
থিম - Submarine
শিল্পী - সুবল পাল

টালা পার্ক প্রত্যয়
থিম - দেবীর স্বর্গীয় প্রশান্ত রূপ
শিল্পী - দেবাশিষ বাড়ুই
             
কুমরটুলি সার্বজনীন
থিম- শ্রদ্ধাঞ্জলী(কুমরটুলির মৃৎ শিল্পীদের শ্রদ্ধাজ্ঞাপন)
শিল্পী-পরিমল পাল

ভবানীপুর বকুল বাগান
থিম - একলা ফেরা
শিল্পী - বিমল সামন্ত


ত্রিধারা 
থিম - Modernism-a Boon or a Curse 
শিল্পী - গৌরাঙ্গ কুইলা


কোলকাতার অন্যান্য প্রান্তের 
আরও কিছু স্বনামধন্য শিল্পীর সৃষ্টিকর্ম











পুনশ্চ: বিসর্জনেই আবাহন


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098