জমছে অবৈধততার
শিরোনাম। ভেতরে পোষা অন্ধকার ফুটো করে তোমার দুচোখের জ্যোৎস্না।একুশের পক্ষকাল শেষ
তাই আঁধার অবশ্যম্ভাবী। আতসকাঁচে পোড়া চেহারার বিবরন চাইছো? বাঁধানো পাতায় রক্তের
কারুকার্য দেখে অবাক হয়ো না। বন্দু কয়েকও ঝরবেনা তোমার স্নেহের কোলজুড়ে।ভালো কিংবা
মন্দ দুটোতেইতো আমার পাওনা ছিল। যেমনকরে দুটো হাতেরই মাঝে ফারাক বাতলে যায় ভেতরকার
মারন রোগের যন্ত্রনায়।কান্না হাঁসির বন্যা নামে এ বুকের সমভূমিতে।নাহয় একটু ভুলই
হল। বালিশের শেষে যদি অন্ধকার খু্ঁজে পাও নিতে দ্বিধা কোরনা। কে জানে হয়তো ওতেই পেলে
বিষাক্ত অতীতের স্মৃতি। তাই আজও ভালোবাসা নামেরই এক সত্যি।
Post Page Advertisement [Top]
To Place your advertisement here call - +917980316633/+918145704098
Bottom Ad [Post Page]
To Place your advertisement here call - +917980316633/+918145704098
No comments:
Post a Comment