Mix Art Part 3 by Refat Bin Salam Rupam
ছবি আঁকি নানা কিছু মিলিয়ে। কিছুটা হাতে, কিছুটা ফটোশপে, অনেক সময় ছবি তুলি। তাই মিক্সআর্ট বলি এসবকে। আমার ক্ষেত্রে রাজনৈতিক ঘটনা কেন্দ্রিক আর্টই বেশি আঁকা হয়। আমি সমাজে যা দেখি, আমার চারপাশে যা হয় এসব মিলেই এসব আঁকা। আমার চারপাশে ফুলের বাগানের চেয়ে রক্ত বেশি। তাই ছবিতেও ইদানীং লালের ব্যাপক ব্যবহার বেড়েছে। আর শিল্পের চর্চা যেভাবে সাধারণত হয়ে থাকে অর্থাৎ একটা গ্রামার মেনে, প্রাতিষ্ঠানিক সংজ্ঞা অনুযায়ী শিল্প চর্চা চলছে, আমি তার ঘোর বিরোধী। আমার মতো আরো অনেকেই আছেন যারা এভাবেই দেখেন। আমি তাদের দলে। আর্টকে "আর্ট" হিসেবে স্বকৃতি দেয়ার ক্ষমতা কোনো গ্রামারের হাতে নাই, একমাত্র দর্শকের হাতে আছে। তাই কোনো ব্যক্তি যে কোনো আর্টকে ছুঁড়ে ফেলে দিতে পারেন, আবার কোনো আর্টকে বুকে আঁকড়ে ধরতে পারেন। সেটা তার ব্যক্তিগত অধিকার। কিন্তু গ্রামারের দোহায় দিয়ে "কোনটা আর্ট" আর "কোনটা আর্ট না" এই তর্ক ফালতু, অবান্তর, অহেতুক...গ্রামার স্রেফ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাশের ক্ষেত্রে জরুরি।
___________________________________________________________________
মেইল করুন আপনার কবিতা, প্রবন্ধ, গল্প, ভ্রমণ, ধারাবাহিক, বই-এর সমলোচনা, ডিজিটাল আর্ট, অয়েল পেইন্টিং, স্কেচ, গ্রাফিক নোবেল, ডুডুল, কার্টুন, ভিসুয়াল আর্ট, ইলাস্ট্রেসান, ক্যালিগ্রাফি, ফটো ইলাস্ট্রেশন / ম্যানিপুলেসান, খেলা-ধুলো নিয়ে লেখালিখি, ধারাভাষ্য - blogtog18@gmail.com-এ, সাথে পাঠাবেন আপনার Faceook Link এবং আপনার একটি ছবি। সাথে থাকুন ব্লগটগের। পড়ুন, পড়ান এবং ছড়িয়ে দিন।
BlogTog is a new forum for creativity. We are trying to set a benchmark for all the independent talents so that they can freely flaunt their skills without any pressure. We will be glad if you lend your hand to support us in seeing into the future. Click on this Link - http://p-y.tm/P8c2Coihd
What is gambling? | DrMCD
ReplyDeleteWhat is gambling? · 1. To win, 창원 출장샵 bet 거제 출장마사지 £10 on the Horse to 사천 출장마사지 win 동두천 출장샵 the race. 충청북도 출장안마 · 2. To win, bet £10 on the horse to win the race. · 3. To win, bet £10 on the horse to