ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


পৃথিবী শান্ত হয়ে আসছে ক্রমশই। পৃথিবী রোজই একটা নীল, একটা সবুজের আপ্রাণ খোঁজ করে চলেছে। আড়ালে। আমরা যখন ভাবছি, যুদ্ধে পুড়ে যাচ্ছে এক তৃতীয়াংশ স্থল, আসলে তখন সবকিছুই ঘটছে দুই-তৃতীয়াংশ জলে। জলে নয়, জলের গর্ভে। আড়ালে। একটা নীলের খোঁজ। একটা সবুজের খোঁজ। পৃথিবী শান্ত হয়ে আসছে ক্রমশই।

পুরো একটা গোটা দিন আমি তোমায় ভুলে ছিলাম। আলস্যের সেই ক্ষণ, যখন আমাদের ফিরে যেতে ইচ্ছে করে, ফিরিয়ে নিতে ইচ্ছে করে নিদ্রা ও আমাদের সমস্ত ভুল, তখনও আমি তোমাকে ভাবিনি! কী সংযম!

ছাই! পুড়ছি আমি। ঘোর বৃষ্টি নেমেছে আষাঢ়ের কালো মাঠে। জানালা দিয়ে, ঘুলঘুলি দিয়ে জল চুইয়ে ঢুকছে, তোমার কথা এবার ফিরে আসছে, একদিন পর। একইভাবে -- যেভাবে যুদ্ধবিরতির পর যুদ্ধ, মৃত্যুর পর জীবন ফিরে আসছে -- কেউ বুঝছে না, আমি তোমাকে জল ও স্থলের মধ্যবর্তী অনিশ্চয়তায় খুঁজছি, নীল ও সবুজ, পৃথিবী -- এক পৃথিবীর আদল খুঁজে পাবো বলে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098