BlogTog is a new forum for creativity. We are trying to set a benchmark for all the independent talents so that they can freely flaunt their skills without any pressure. We will be glad if you lend your hand to support us. Mail your work at blogtog18@gmail.com
কিছু অতিগুরুত্বপূর্ণ কাহিনী ও বর্তমান- রনজয় সামন্ত
বেশ কয়েক বছর ধরে
মনের ভেতরে একটু একটু করে আগুন জ্বলছে | কারণটা খুব স্পষ্ট, মনুষ্যত্ব তলানি তে গিয়ে
ঠেকেছে | কখনো বা ধর্ষণ , কখনোবা মিথ্যা অভিযোগে কুড়িটা বছরের শাস্তি ধর্ষণ না করেও
! হ্যাঁ ঠিকই শুনেছেন , দুটো প্রেক্ষাপটই সমান গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় !প্রথমে আসি যারা
ধর্ষণ করে তাদের কথায়- আমি ব্যাক্তিগতভাবে তাদেরকে মানুষ এর শ্রেণীতে আনতে চাইনা |
মনস্তাত্ত্বিক দিক দিয়ে দেখতে গেলে এরা একপ্রকার বিষাক্ত পদার্থ যাদেরকে অলিতে গলিতে এখানে ওখানে পাওয়া যাচ্ছে |এবার আসি এদের বিরুদ্ধে
কির প্রতিক্রিয়া মানুষের : কেউ বলছে এদেরকেই গুলি করে দেওয়া হোক, কেউ বলছে 'hang
till death'| আবার কিছু ওপরতলার মানুষ বলছেন
, আইনের পথে বিচার করে দোষীদের সাজা দেওয়া হবে ...সরকার বদ্ধপরিকর ! আচ্ছা একটাই প্রশ্ন
তাদের বিচার হয়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসি কেন ? আইনটাকে সংশোধন করা যায়না ? বিষ
খাইয়ে তিলে তিলে মারা বা নির্যাতিত এর মতন নির্যাতন করা অথবা তাদের যৌনতা কেড়ে নেওয়া
এমন কিছু ?এরপর আসি পলিটিকাল,
পার্লিয়ামেন্ট আর আইনসংক্রান্ত ব্যাপারে -
POSCO এক্ট অনুযায়ী বারো বছরের নিচের
কাউকে ধর্ষণ করলে " death পেনাল্টি" এর কোনো অবস্থান নেই ! সেটা নাকি পার্লামেন্ট
এ সংশোধন করতে হবে ! হায় ভগবান ! আররে এসব সংশোধন না করে একটা জরুরি ভিত্তিক সেশন করা
হোক না পার্লামেন্ট এ যেখানে সমস্ত ধর্ষণ এর জন্য একটাই আইন করা হোক 'এমেন্ডমেন্ট'
এর মাধ্যমে ! হ্যা একটাই আইন | কিন্তু কীভাবে? ২০১৭-১৮ এর লোকসভা টেনেটুনে ৫৭ দিন চলেছে
! এভাবে ?হিন্দু না মুসলিম
এখানেও রং ছড়িয়ে দিচ্ছে মিডিয়া ! আর আমরা গিলছি সেগুলো ! "হিন্দু এক মুসলিম মেয়েকে
....', ...আরে মিডিয়া ভাই বেরিয়ে আয়, বেরিয়ে
আয় এসব থেকে ! হিন্দু মুসলিম না করে এবার একটু 'মানুষ' শব্দটাকে প্রাধ্যান্য দে | আর
সব ঘৃণ্য অপরাধ কেই সমানভাবে সামনে নিয়ে আসুক | একটা বা দুটো বিচ্ছিন্ন ঘটনাকে নয়
| আমাদের সবার বেরিয়ে আসা দরকার এই সংকীর্ণতা
থেকে | আমি কয়েকটা লেখা পড়লাম , সেখানে লেখা "নেশন ফার্স্ট "| সবই ঠিক আছে
কিন্তু যেদিন এই লেখায় "হিউমান ফাস্র্ট " লেখা থাকবে , সেদিন নতুন যুগের
শুরু হওয়ার আলো হয়তো দেখলেও দেখতে পাবো |এবার আসা যাক
'false rape case ' এর কথায় | যে সকল উন্নতমানের মহিলারা এসব করছেন তাদের কে একটাই
কথা বলবো মেয়েদের এমন একটা কষ্ট আঘাত যন্ত্রণার মতো বিষয়কে কীভাবে ব্যবহার করছেন একটা
পরিবার কে শেষ করতে ?এবার থামুন !আরেকবার ফিরে আসি
যারা প্রকৃত ধর্ষক তাদের কথায় | আমার তো মনে হয়না সমাজ থেকে খুঁজে বের করে এদেরকে নির্মূল
করা যাবে বলে ! তাই একটাই উপায় , শাস্তি এমন হোক (যেটা আমি একটু আগের প্রচ্ছদেও লিখেছি
) কেউ এই ঘৃণ্য অপরাধ করার কথা ভাবতে গিয়েও যেন কাঁপে | আর সমস্ত বাচাদের ছোটবেলা থেকে
সেলফ ডিফেন্স সেখান হোক | প্রতিটি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এ প্রশিক্ষণপ্রাপ্ত ক্যারাটে
মাস্টার নিয়োগ করা হোক জরুরি ভিত্তিতে |কারণ খুঁজতে গিয়ে
যুগ যুগ চলে যাবে তাই কী করণীয় সেটা আমাদের সবাইকে করতে হবে | আর একটা শেষ দরখাস্ত সমস্ত বিধায়কের উদ্দেশে ; এবার পার্লিয়ামেন্ট কে ঠিকভাবে চালান
ও চলতে দিন | পার্লামেন্ট এ ডিবেট করুন চিৎকার আর শোরগোল নয় ! গুরুত্বপূর্ণ বিল পাস্
হতে দিন !