আজকাল
ভালোবাসতে গেলে,
সাধ্যমত অনেক
কিছুর প্রমান দিতে হয়,
যেমন ধরুন,অলস
বিকেলের ঘন ঘন কালবৈশাখী তে,
নাকে কানে
জলের ঝাপটা লাগলেও,চোখ ভেজানো যায়না,
শরীরে যতই ছাপ
থাকুক না কেনো,
পরকীয়ার আখ্যা
যেনো স্পর্শ করতে না পারে
কিংবা
ধরুন,জীবনের প্রতিটি বাঁকে এসে
নিজের
পবিত্রতার পরিচয় টা পাথরে এঁকে দেওয়াটা বাঞ্ছনীয়
মনের একটা মিল
দেখাতেই হয়
আর মতবিরোধের
শেষপাতে বাধ্যতামূলক সহবাস
এমন কি
অন্তঃসলিলা নদীর মত শরীরে বয়ে বেড়াতে হয়
পুরুষ পুরুষ গন্ধ
আর সবশেষে
ভালোবাসা নামক উপহার
যা দেওয়াটা ৪০
বছরে দুজনেরই অভ্যেসে পরিণত হয়
জন্মদিনে
পাওয়া একটা নীল শাড়ির মত
বা দুপুরে
পেতলের থালায় রোজনামচা
No comments:
Post a Comment