ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


যদি বলি ভালোবাসি,
তোমার হাতটি ধরতে দেবে? নির্জন পথে!

যদি বলি ভালোবাসি,
স্মার্টফোনে দিবারাত্রি কথোপকথন কি করবে আমার সাথে?

যদি বলি ভালোবাসি,
গঙ্গার ঘাটে, বৈকালিক টহলদাড়িতে, ঝাল মুড়ির সাথে, থাকবে কি পাশে?

যদি বলি ভালোবাসি,
গ্রীষ্মের প্রতিমুহূর্তে যখনই ক্লান্ত হয়েছি, ঘন ছায়ায় স্বস্তি পেয়েছি তোমার তিমির কেশে।

যদি বলি ভালোবাসি,
বর্ষার সেই দিনে মনে পড়ে, হাটুভাঙ্গা জল বেয়ে যখন, যেতে হতো কলেজে একসাথে?

যদি বলি ভালোবাসি,
শরতের দুর্গা অষ্টমীতে, খুঁজে পাই নিজেরে, তোমার শাড়ির প্রত্যেক বাঁকে।

যদি বলি ভালোবাসি,
তবে হেমন্তের সাতসকালে, শুনবে কি কুহুতান আমার সাথে?

যদি বলি ভালোবাসি,
তবে অতিশয় শীতে, দুঃখ হলে রেখো মাথা আমার কাঁধে!

যদি বলি ভালোবাসি,
বসন্তে সেই দুজনের পাগলামো, মেতেছিলাম দু'জনায় আবির রং খেলায়,

যদি বলি ভালোবাসি,
থাকবে তো আমার সাথে আমার বিদায় বেলায়?

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098