- শিল্পীতা ভট্টাচার্য্য
ঝাপসা মনের অন্ধকারে লুকিয়ে আছে বেশ কিছু ফিরে না আসা স্রোত...
গা ভাসিয়েছিলাম, খোঁজ পাইনি!!
মিথ্যেগুলোকে আশ্রয় করে জাপটে ধরে কাতরেছিলাম...
বাঁচতে পারিনি....
"পাগল.... পাগল...." আখ্যা পেয়েছি...
শুধুই হেসেছি খিকখিকিয়ে...
ভুলতে পারিনি!!
কে বেশ বলেছিল... "ওই মেয়েটা? দু'মুখো সাপ একটা!!"
আবার কবে, বন্যা হবে,
জ্যোৎস্না রাতের কন্যা হবে....
মুখ্য বেশে, কোটোরে এসে,
স্মৃতির পলক ধ্বংস হবে!!
No comments:
Post a Comment