ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

-সারিয়ার্ন আচার্য 


ব‍্যস্ত শহর স্তব্ধ এখন 
ক্রীতদাসের অশ্রুর মিটলো না যে চেতন

ওহে সাহসী, সাহস কই ?
বোকাবাক্সে নাকি বন্দী বিল্পবীদের বই !
রাস্তা ভর্তি শহীদদের রক্তের ধুলো 
পতাকা নয়, মোমবাতি জ্বালো ।

নেতা বলে ও ভাবেই চলো 
তুমি তো খুব ভালো ।
বুক চেচিয়ে পার্টির নাম বলো_
আত্মসম্মানবোধ চুলোয় গেলো ।

তবে জেনে রাখো :-
"অঘটন শুধু ঘটনা নয় 
এর জন্য,
কোনো মা,য়ের কোলও 
শূন্য হয় ।।"


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098