-আশনা আনজুম
বীভৎস অন্ধকার শুষে নিয়েছে চারপাশ
প্রতিবাদে বুঁদ হয়ে আছি আমি
অন্যায়ের কাঁটাতার জাপটে ধরেছে আমায়।
অন্ধকারের ভাঁজে ভাঁজে লুকোনো কষ্টগুলো
আজ মুক্তি পেতে চাইছে।
চারদেয়ালে বদ্ধ চিৎকারগুলো
আজ সীমানার ওপার যাবার অপেক্ষায়,
কান্না নামক নোনতা পানিগুলো
আজ শব্দ হয়ে জন্মাতে চাইছে।
অন্ধকারের পিঞ্জরে জমে থাকা দীর্ঘশ্বাসগুলো
আজ
পাঁজর ফুড়ে বেরিয়ে আসতে চাইছে;
অন্ধকারের পরতে পরতে মিশে থাকা আমি আজ
আলোকজ্বলা জোনাক হওয়ার স্বপ্নে বিভোর।
No comments:
Post a Comment