ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

মুহূর্তের ফ্রেমে ভেঙে যাই।
সম্পর্কের কোলাজ
ঘুমচ্ছে আমার দিনলিপির ভাঁজে।

ফেসবুকের ওয়ালে শুকচ্ছে দীর্ঘশ্বাস।
ওয়াট্সঅ্যাপের স্ট্যাটাসে
সূর্যাস্তের নিয়ন আলো,
আমার হাঁপিয়ে ওঠা যাপিত জীবন।
মন শুধু খুঁজে ফেরে ছায়া-গাছ।

জানি তুই ভুলে গেছিস,
যেভাবে সহনশীল পাপড়ি
ভুলে যায় বৃন্তের ঋণ।

সম্পর্ক থেকে সম্পর্কে ঘুরে ফিরি
বেদুইন-নামা বহু বছর আগেই লিখিছি।
অক্ষরে অক্ষরে বিভাজিত হয়ে আছে
ফেরিওয়ালা জীবনের গান!!


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098