- সঙ্কর্ষণ
ঘুম
ঘুমিয়ে আমরা;
বহু শতাব্দীর, পুরোনো,
অফুরান এক ঘুমে,
আমরা ডুবে আছি... ।
অসংখ্যবার, ওদের
আর্তনাদ দিগ্বিদিক কাঁপিয়ে জেগে ওঠে;
সুখস্বপ্নে ভেজানো
ঘুমে, বালিশে টপটপ করে
ঝরে পড়ে; আঠালো
লালা...
জড়িয়ে নিই পাশবালিশ।
ঘুমন্ত বুকের ওঠানামায়,
ঘড়ির কাঁটা মেপে,
কারা যেন চুপিসাড়ে
গ্রাস করে ওদের;
ঘুমোতে দেয়না
শান্তিতে... আমাদের মতোন।
আমাদের চোখের পাতায়,
শুধুই নেমে আসে সাজানো যবনিকা... ;
অজানাই থেকে যায়, ওদের
রোজকার নাটক,
ওদের দু'চোখের পাতা, এক
হয়না।
এক হয়না, আমাদের নাক
ডাকার শব্দে;
এক হয়না, আমাদের জেগে
ওঠার আশায়।
আমরা-ওরার লড়াইতে
আমাদের ঘুমের; দফারফা হয়...;
বিচারে, চিরঘুমের
শাস্তি হয় ঐ ওদেরই।
ভুলে যাই, একদিন 'আমরা'
তো, 'ওরাই' ছিলাম।
কলমের খোঁচাতে ঘুম ভাঙে
কদাচিৎ।
মাটিতে শব্দ ওঠে,
"কারা যেন, কবরের
ভেতর পাশ ফিরে শুলো।"
No comments:
Post a Comment