- আশীষ সাঁফুই
অপরিচিতার কাছে প্রাপ্তি
চোখের নীচে জল বাঁধতে বাঁধতে কে তুমি রাস্তা এগোলে?
আমার দুদন্ড অবকাশ
চোখ-মন সব জমা ঘরের টেবিলে
অন্ধপ্রায় রাস্তা পেরোই
চোখের ভিতর কান্না বাঁধতে বাঁধতে কে তুমি? কোথায় ঘর?
প্রেমিকের অবহেলা নাকি পরিবারের গঞ্জনা শুনতে শুনতে
রাস্তা রাস্তার পিছনের জনপদ মাঠ রেলের লাইন
এই সমস্তটা চোখ লাল কেঁদে কখন ঠিক এই মুহূর্তে
এক অন্ধপ্রায় কবির সামনে কান্না বাঁধলে ! অথচ জানলে না
কান্না দেখালে, দুফোঁটা চোখের জল ভাগ দিলে এ অন্ধকে
প্রেম ফিরে আসে কান্না পায় কান্না ঝরে আনন্দ-লোকে।
No comments:
Post a Comment