ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098

কথিকা

চাল, ডাল আর সবজির রোজনামচায়
একটু একটু করে মুখ লুকোয় কবিতারা
সমস্ত আবেগ, অনুভূতিগুলো উনুনমুখী। 
এক নিমেষেই যেন রেঁধে ফেলবে পছন্দের
কিংবা চূড়ান্ত অপছন্দের বিস্বাদ কোনো পদ!

উঠোনের এক কোণে ঝোলে যৌনতা
বুকের আলমারিতে প্রচন্ড সন্তর্পণে
এখন শুধুই রবি ঠাকুরের আসা যাওয়া।
ভালোবাসাগুলো নিরন্তর দাঁড়িপাল্লায় 
চাপতে-চাপতে স্থির হয়ে পড়ে আছে
সম্পর্কের সমীকরণও ব্যস্তানুপাতিক!


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098