আবর্জনা
(যারা নিরাপদে ঘুমিয়ে ছিল আবর্জনার নীচে......)
ক্রম বর্ধিষ্ণু
জনসংখ্যা।
ক্রমশ ফুরিয়ে আসা
জল,আলো,বাতাস।
ভোরের কিরন পৃথিবীতে
নেমে আসে
অন্ধকারের আগমনের
অনিবার্য বার্তা নিয়ে।
বেঁচে থাকাটাই যেখানে
দুস্কর
সেখানে বাঁচিয়ে রাখাটা
অলীক কল্পনা।
তোঁদের জন্য তাই সম্মতি
ছিল না।
যে ছাড়পত্রকে দৃঢ়
মুষ্ঠিবদ্ধ করে ভূমিষ্ঠ হয়েছিলি
তাদের টুকরো টুকরো করা
হয়েছে
অপ্রকাশিত প্রকাশ্য
ষড়যন্ত্রে।
এই বিষাক্ত বাতাবরনের
চেয়ে
আবদ্ধ প্লাস্টিকের জগত
অনেক বেশি নিরাপদ।
পচে যাওয়া সমাজের
পুঁতিগন্ধ
তোদের স্পর্শ করতে
পারবে না সেখানে।
এক অক্ষয় অবিকৃত শরীর
নিয়ে
তোরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাক অবর্জনার স্তুপের নীচে।
কোনো জৈবিক পচন
তোঁদের নিশ্চিন্ত
নিদ্রার রসায়নকে ব্যাহত করতে পারবে না।
কেউ খোঁজ করেনি এতদিন।
কোনো হদিশ ছিল না
তোদের।
কেন যে আবর্জনা ঘাঁটতে
গিয়ে
নিজেদেরকে ওরা নোংরা
করে ফেলল----
কে জানে!
No comments:
Post a Comment