ব্লগ-টগ

প্রকাশ্যে আত্মপ্রকাশের ঘরোয়া সূত্র

Post Page Advertisement [Top]

To Place your advertisement here call - +917980316633/+918145704098


এসেছ বিস্ময় নিয়ে এনেছ ফুলের চারা কত

মালি হেথা বুড়ো হয় ফেলে আসা কবিতার মতো;

সময় তো বেওয়ারিশ,পিছুটান নেই তার কোনো

ভুলে যায়,ভুলে বাঁধে আগাগোড়া হিসেবী জীবনও।

বাগানে আগাছা বাড়ে,মৃত্তিকা কলঙ্কভাগী

চোখ রাঙিয়েছে লোকে,কিছু খুন চিরসম্ভাবী

নিড়ানি তুলেছে মালি,বিদ্যুৎ খেলে বুড়ো হাড়ে,

আজও সে নিয়ম করে আইনত প্রাণ নিতে পারে।

জায়গা হয়েছে ফাঁকা,এসো বঁধু ফুল গাছ হাতে

সহজ হত্যার খুন বৃষ্টি হয়ে ঝরুক মাথাতে।।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

To Place your advertisement here call - +917980316633/+918145704098